“সৃজনের মাঝে মননের খোঁজে” স্লোগানকে সামনে রেখে সুস্থ সাংস্কৃতিক চর্চায় ঐতিহ্য সাংস্কৃতিক সংসদ কাজ করে যাচ্ছে, তারই অংশ আদি বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে পিঠা উৎসব ২০২৫ আয়োজন করা হয়েছে।
শনিবার ১ ফেব্রুয়ারি দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাড়া, শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজনটি করা হয়।
পিঠা উৎসবের শুরু থেকেই ছিল নগরবাসীর উপচে পড়া ভিড়, অনুষ্ঠান উদ্ভোধন করেন ঐতিহ্যের সভাপতি হুজ্জাতুল ইসলাম, এসময় প্রধান মেহমান ছিলেন বিশিষ্ট সমাজ সেবক লেখক কলামিস্ট হাফেজ আবদুল মোমিন, এড. সাইফুল ইসলাম, এড. তাওফিকুল ইসলাম (দিপু) এসময় আরো উপস্থিত ছিলেন ঐতিহ্যের চেয়ারম্যান, উপদেষ্টা, পৃষ্ঠপোষক, সাবেক ও বর্তমান পরিচালনা পর্ষদ।
এছাড়াও ঐতিহ্যের সকল শিল্পী অভিভাবকরা অংশগ্রহণ করেন, শিল্পীদের অভিভাবকরা বাহারী রকমের মুখরোচক মজার মজার পিঠা বানিয়ে নিয়ে আসেন, নগরবাসী আনন্দমুখর পরিবেশে দিনব্যাপী অনুষ্ঠানটি সম্পন্ন করেন।