1. admin@upokulbarta24.com : admin : Sohel Mahamud
  2. bangladesh@upokulbarta.news : যুগ্ম সম্পাদক : যুগ্ম সম্পাদক
  3. bholasadar@upokulbarta.news : বার্তা সম্পাদক : বার্তা সম্পাদক
সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
জান্নাতুল বাকিতে ডা. রাশেদার দাফন সম্পন্ন রামপালে সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টাঃকতিপয় বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন জনগণকে সেবা দিতে সদা প্রস্তুত থাকতে হবে: মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ ফ্যাসিস্ট আওয়ামী সরকারের ষড়যন্ত্রের প্রতিবাদে বন্দর থানা যুবদলের পথ সভা ও বিক্ষোভ মিছিল মানবিক সহায়তায় মানব কল্যাণ পরিষদের কম্বল বিতরণ সাতক্ষীরা দেবহাটায় বিএনপির কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল ও সমাবেশ সাতক্ষীরায় আওয়ামীলীগের ঝটিকা মিছিল ও লিফলেট বিতরণ ভোলার মেঘনায় জলদস্যুর গুলিতে ১ জেলে নিহত, আহত-৩ বাউফলে কবরস্থানে এক নারীর লাশ দাফনে বাধা কেন্দ্রীয় ছাত্রদল নেত্রী শারমিনের অসুস্থ মায়ের খোঁজ নিলেন কৃষিবিদ শামীম

দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের বিক্রিত বই জনতার হাতে আটক

সাতক্ষীরা প্রতিনিধি:
  • আপডেট সময় : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬ বার পঠিত
সাতক্ষীরা প্রতিনিধি:
 সাতক্ষীরার দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে বিপুল পরিমান বই বিক্রির পর নিয়ে যাওয়ার সময় আটকে দেয় স্থানীয়রা। পরে প্রশাসনের মধ্যস্থতায় বিক্রিত বই স্কুলে ফেরত দিতে বাধ্য হয়েছেন এক ক্রেতা।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার সময় সখিপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে বিপুল পরিমান বই বিক্রি করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক তহিরুজ্জামান। উক্ত বই ক্রয় করে নিয়ে যাওয়ার সময় ক্রেতাকে আটকে দেয় স্থানীয় ছাত্রজনতা। নিয়মবহিভূত ভাবে এসব বই অনুমতি ছাড়া বিক্রি করে অর্থ আত্নসাতের অভিযোগ উঠেছে ওই প্রধান শিক্ষককের বিরুদ্ধে। 
 
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতের আধারে প্রধান শিক্ষক বইগুলো বিক্রি করে দেন সাতক্ষীরার এক ব্যবসায়ীর কাছে। কমিটি বা কর্তৃপক্ষকে না জানিয়ে ২ ভ্যান বই বিক্রি করে প্রধান শিক্ষক। একের পর এক যখন রাতের আধারে বিদ্যালয় থেকে বই ভর্তি ভ্যান বের হতে থাকে তখন তাদের সন্ধেহ হয়। পরে সখিপুর কলেজ মোড়ে এসে একটি ভ্যানের গতিরোধ করে জিজ্ঞাসা করলে গোপনে বই বিক্রির বিষয়ের সত্যতা মেলে। ততক্ষনে বাকি ভ্যান ভর্তি বই এলাকা ছেড়ে চলে যেতে সক্ষম হয়। পরে বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করেন উপস্থিত ছাত্রজনতা। এরপর ওই ভ্যান ভর্তি বই উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন চত্বরে আনা হলে সেখানে খবর পেয়ে হাজির হন একাধীক অভিভাবকরা। পরে উপজেলা নির্বাহী অফিসার বইগুলো দেবহাটা থানা পুলিশের জিম্মায় রাখার নির্দেশ দেন। পরদিন শুক্রবার উপজেলা একাডেমিক সুপারভাইজার ও দেবহাটা থানার ওসির উপস্থিতিতে বইগুলো যাচাই বাছায় করা হয়। এসময় ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধ্যমিক বিদ্যালয়ের বইগুলো বাছাই করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ফেরত দেওয়ার নির্দেশ দেন। 
 
উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান জানান, আমি বিষয়টি শোনার পর একাডেমিক সুপারভাইজার ও থানার ওসির মাধ্যমে মাধ্যমিক বিদ্যালয় সংশ্লিষ্ট বইগুলো ফেরত দেওয়ার নির্দেশ প্রদান করেছি। এদিকে, এঘটনা কেন্দ্র করে সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, অভিভাবকদের পক্ষ থেকে শনিবার সকাল ১০ টায় সখিপুর মোড়ে প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা