বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেরার কামার গ্রামে সফিউল্লাহ মোড়ল( ৬৫)নামের এক ব্যক্তি নিজ বাড়িতে গরুর গোয়ালের পাশে রেন্ডি গাছে মধুর চাকে কবুতর উড়ে যাওয়ার সময় কবুতরের পাখনায় চাকের সঙ্গে অঘাত লাগলে নিচে থাকা গরুর গোয়ালে পাঁচটি গরু কে পোকায় আক্রমন করে।
গরুর মালিক গরু বাচাতে গেলে মধু পোকায় বাড়ির মালিক কে আক্রমন করে,মালিক পোকার আক্রমনে মাটিতে লুটিয়ে পোড়লে তাৎক্ষনিক তাকে হাসপাতালে নিলে কর্তব্য রত সিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন,
এদিকে মধু পোকার আক্রমনে একটি কবুতর মারা যায় একটি গরুর সিং ভেঙ্গে পাগল হয়ে ছুটে চোলে যায়
মধু পোকার আক্রমনে মোট পাঁচটি গরু গুরুত্বর আহত হয় এবং মালিক মারা যাওয়ায় এলাকায় শোকের মাতম বয়ে চোলেছে,
মৃত সফিউল্লাহ মোড়ল মৃত কালে তিন কন্যা ও এক পুত্র সন্তান রেখে যান।