1. admin@upokulbarta24.com : admin : Sohel Mahamud
  2. bangladesh@upokulbarta.news : যুগ্ম সম্পাদক : যুগ্ম সম্পাদক
  3. bholasadar@upokulbarta.news : বার্তা সম্পাদক : বার্তা সম্পাদক
সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
জান্নাতুল বাকিতে ডা. রাশেদার দাফন সম্পন্ন রামপালে সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টাঃকতিপয় বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন জনগণকে সেবা দিতে সদা প্রস্তুত থাকতে হবে: মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ ফ্যাসিস্ট আওয়ামী সরকারের ষড়যন্ত্রের প্রতিবাদে বন্দর থানা যুবদলের পথ সভা ও বিক্ষোভ মিছিল মানবিক সহায়তায় মানব কল্যাণ পরিষদের কম্বল বিতরণ সাতক্ষীরা দেবহাটায় বিএনপির কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল ও সমাবেশ সাতক্ষীরায় আওয়ামীলীগের ঝটিকা মিছিল ও লিফলেট বিতরণ ভোলার মেঘনায় জলদস্যুর গুলিতে ১ জেলে নিহত, আহত-৩ বাউফলে কবরস্থানে এক নারীর লাশ দাফনে বাধা কেন্দ্রীয় ছাত্রদল নেত্রী শারমিনের অসুস্থ মায়ের খোঁজ নিলেন কৃষিবিদ শামীম

সমাজসেবা কর্মকর্তার যোগদানের প্রতিবাদে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ ও অবস্থান কর্মসুচ

সাতক্ষীরা প্রতিনিধি:
  • আপডেট সময় : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ৪ বার পঠিত
সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সমাজসেবা কর্মকর্তা পদে শেখ সহিদুর রহমানের যোগদানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে। 
বুধবার (২৯ জানুয়ারি) সকাল ১১টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছাত্র প্রতিনিধিরা উপজেলা সমাজসেবা অফিসের সামনে উক্ত বিক্ষোভ প্রদর্শন করেন। এর আগে সকাল ১০টা থেকে তারা উপজেলা সমাজসেবা অফিসের সামনে ঘন্টাব্যাপী অবস্থান কর্মসুচিতে অংশ নেয়। 
 
 
বিক্ষোভ কর্মসুচিতে অংশ নিয়ে ছাত্র প্রতিনিধিরা জানায় দুর্নীতিবাঁজ সহিদুর রহমানকে শ্যামনগরের অফিসে বসার সুযোগ দেয়া হবে না। ইতিপুর্বে ২০১৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রথম দফায় শ্যামনগরে দায়িত্ব পালনকালে তিনি ব্যাপক আর্থিক অনিয়ম ও দুর্নীতিসহ আওয়ামীলীগকে পুনঃর্বাসিত করেছিলেন। এছাড়া সহিদুরের বিরুদ্ধে বরসা এনজিওর নামে স্থানীয় হাজারও মানুষের কোটি টাকা লোপাটের অভিযোগ তুলে অতিসত্বর তাকে আইনের আওতায় আনার দাবি করেন তারা। সাতক্ষীরা সদরের আওয়ামীলীগ দলীয় সাবেক এমপি মোস্তাক আহমেদ রবির ভাগ্নে পরিচয়ে বিগত ১০ বছরে সহিদুর রহমান সমাজসেবা অফিসকে নিজস্ব প্রতিষ্ঠানে পরিনত করেছিলেন বলেও অভিযোগ করেন বক্তারা।
 
 
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুহাইমিনুল ইসলাম তানভীর, মাসুম বিল্লাহ, বিল্লাল হোসেন, শরিফুল ইসলাম, তরিকুল ইসলাম, এম আব্দুল্লাহ, ওমর ফারুক, জাকারিয়া, সাগর, ইমন ও নুরুল হুদা প্রমুখ।
 
 
এবিষয়ে জানতে চাইলে শেখ সহিদুর রহমান জানান, ‘আমি মুলত শ্যামনগরে যোগদান করবো না। যেহেতু ঢাকা থেকে অর্ডার হয়েছে, তাই কাগজের প্রক্রিয়ার সম্পন্ন করতে আমি শ্যামনগরে আসতে বাধ্য’। তিনি আরও বলেন ‘আমি আবেদন করবো দুরে কোথাও যাওয়ার। তার বিরুদ্ধে ছাত্র প্রতিনিধিদের অবস্থান কর্মসুচি ও বিক্ষোভের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি অফিসে যায়নি, তাই কি হয়েছে বলতে পারিনা। ‘আমি এখন ইউএনও স্যারের সাথে রয়েছি-জানিয়ে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
 
 
জানা যায়, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চরদাহ গ্রামের বাসিন্দা শেখ আহম্মদ আলীর ছেলে শেখ সহিদুর রহমান। এলাকায় তিনি ‘চালাক ময়না’ নামে পরিচিত। ইতিপুর্বে তিনি আ’লীগ দলীয় সাতক্ষীরার সাবেক এমপি রবি লীগের সদস্য পরিচিতি পেলেও বর্তমানে ক্যাবিনেট সচিবের ভাগ্নে পরিচয় দিচ্ছেন। সহিদুর রহমান গত ২০০৫ সালে একটি প্রকল্পের অধীনে দ্বিতীয় শ্রেনীর কর্মকর্তা হিসেবে তিনি সমাজসেবা অধিদপ্তরে যোগদান করেন। পরবর্তীতে উচ্চ আদালতে মামলার সুত্র ধরে রাজস্বখাতে চাকুরী স্থানান্তরের পর স্থায়ীকরণসহ প্রথম শ্রেনীতে উত্তীর্ন হন। চাকুরী জীবনের শুরু থেকেই অদ্যবধি সহিদুল রহমান নিজ জেলা সাতক্ষীরার শ্যামনগর ও কালিগঞ্জসহ সাতক্ষীরা সদরের সমাজসেবা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। সাতক্ষীরার পোষ্ট অফিসমোড়ে তার আলিশান বাড়ি দর্শনার্থীদের রীতিমত চমকে দেয়। সাতক্ষীরার বরসা এনজিওসহ সিবি হাসপাতাল ও চায়না বাংলা শপিং কমপ্লেক্সে তার মেয়ার রয়েছে বলেও স্থানীয়রা অভিযোগ করেছেন।

Please Share This Post in Your Social Media

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা