নিজস্ব প্রতিবেদক :
দৈনিক সময়ের চিত্র’র সম্পাদক ও প্রকাশক এ আর এম মামুনের মা মরহুমা বিলকিছ বেগমের জন্য কুরআন খতম ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে ভোলার চরফ্যাশনের দক্ষিণ আইচা মরহুমার নিজ বাড়িতে এ কুরআন খতম ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও জুমার নামাজের পর স্থানীয় মসজিদে দোয়া করা হয়।
উল্লেখ্য, গত সোমবার (২০ জানুয়ারি) সকালে রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সাংবাদিক মামুনের মা বিলকিছ বেগম।
মঙ্গলবার সকালে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
জানাজায় চরফ্যাশন উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফর রহমান দিপু ফরাজী, চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলালসহ স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক, ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, এলাকাবাসী এবং মরহুমার স্বজনরা অংশ নেন।
এ আর এম মামুনের মা বিলকিছ বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাংবাদিক, রাজনৈতিক , সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ