1. admin@upokulbarta24.com : admin : Sohel Mahamud
  2. bangladesh@upokulbarta.news : যুগ্ম সম্পাদক : যুগ্ম সম্পাদক
  3. bholasadar@upokulbarta.news : বার্তা সম্পাদক : বার্তা সম্পাদক
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সরকারি কলেজের টেন্ডার ছাড়াই পুকুরের মাছ ধরে নিলেন স্থানীয় এক বিএনপি নেতা সাতক্ষীরায় ২৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার দুই পূবালী ব্যাংক কুঞ্জেরহাট উপশাখায় ইসলামী ব্যাংকিং কর্ণার উদ্বোধন মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের মনোনয়ন ফরম বিক্রি শুরু ভোলার শিবপুরে নদী ভাঙ্গন রোধ ও শহর বাঁধ রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে বরিশালে অধিকাংশ ইটভাটায় অবাধে পোড়ানো হচ্ছে গাছের গুঁড়ি-কাঠ। মনপুরায় চুরির মাল ভাগাভাগিকে কেন্দ্র করে বিএনপি’র দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১৫ মনপুরায় মোকাদ্দেছা-কাশেম ফাউন্ডেশন কর্তৃক মেধাবৃত্তি প্রদান চরফ্যাশন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন পালিত পরিবেশবান্ধব ‘ঠোঙা’র চাহিদা কমেছে, নিষিদ্ধ পলিথিনের অবাধ ব্যবহারে

সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে বরিশালে অধিকাংশ ইটভাটায় অবাধে পোড়ানো হচ্ছে গাছের গুঁড়ি-কাঠ।

সহকারী সম্পাদক
  • আপডেট সময় : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
  • ৫ বার পঠিত

সাব্বির আলম বাবু, বিশেষ প্রতিনিধিঃ
সময়ের সঙ্গে সঙ্গে ইটভাটাতেও আধুনিকতার ছোঁয়া লেগেছে। অনেক ভাটায় এখন ইট পোড়ানোর কাজে কয়লার পাশাপাশি গ্যাসেরও ব্যবহার করা হচ্ছে। তবে নিয়ম-নীতি না মেনে বরিশালের অনেক ইটভাটায় এখনও অবাধে পোড়ানো হচ্ছে গাছের গুঁড়ি, কাঠ ও লাকড়ি। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনকে ম্যানেজ করেই ইটভাটাগুলোতে অবাধে গাছের গুঁড়ি, কাঠ ও লাকড়ি পোড়ানো হচ্ছে।
বরিশালের উজিরপুর উপজেলার মেসার্স আবির ব্রিকসের মো. রিপন হোসেন বলেন, ইট পোড়ানোর জন্য কয়লা ব্যবহার করার নিয়ম। কয়লা দিয়ে ইট পোড়ানোয় খরচ বেশি হয়। কিন্তু গাছের গুঁড়ি, কাঠ ও লাকড়ি দিয়ে কম খরচ হওয়ায় ইট পোড়ানোর ক্ষেত্রে কয়লার ব্যবহার করে না। তবে অনেক ইটভাটার মালিকের দাবি, বর্তমানে কয়লার আমদানিতে সংকট থাকায় সহজলভ্য গাছের দিকে ঝুঁকছেন তারা। তবে নিয়মিত কয়লার আমদানি থাকলে সরকারি নির্দেশনা মেনেই ভাটা পরিচালনা করা যেত। যদিও হিজলা উপজেলার ইটভাটা মালিক আকতার প্যাদা বলেন, কয়লা পুড়িয়ে ইট তৈরিতে যে টাকার প্রয়োজন তা অনেক ভাটা মালিকের নেই।
কয়লা কিনতে হলে একসঙ্গে ৫০-৬০ লাখ টাকার প্রয়োজন। ভাটা মালিকরা একসঙ্গে ওই পরিমাণ টাকা দিয়ে কিনতে পারেন না। কিন্তু গাছ কিনতে বেশি টাকা প্রয়োজন হয় না। এছাড়াও কয়লা কিনতে ও আনতে ঝামেলা হয়। গাছতো ভাটায় এসে দিয়ে যায়। এসব কারণে ইটভাটা মালিকরা কয়লার পরিবর্তে গাছের গুঁড়ি, কাঠ ও লাকড়ি ব্যবহার করে থাকেন। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ইটভাটা মালিক জানান, গাছ পুড়িয়ে ইটভাটা পরিচালনায় প্রশাসনিক ঝামেলা থাকে, তবে সবকিছু ম্যানেজ করা সম্ভব। যদিও পরিবেশ অধিদপ্তরের পর্যাপ্ত জনবল না থাকায় নিয়মিত অভিযানের অভাবে এখন ইটভাটাগুলোতে গাছ পোড়ানোসহ ড্রাম চিমনির ব্যবহার হচ্ছে বলে অভিযোগ মুলাদীর বাসিন্দা মো. কবির খানের। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দিন বলেন, বরিশালে বর্তমানে ২৭০টির মতো ইটভাটা রয়েছে। এর মধ্যে মাত্র ১২০টি বৈধ। বাকিগুলো অবৈধ। এসব ইটভাটায় গাছ ও কাঠ পোড়ানো বন্ধে নিয়মিত অভিযান চলছে। বরিশাল পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) বরিশাল বিভাগীয় সমন্বয়ক লিংকন বায়েন বলেন, ইটভাটায় কাঠ পোড়ানো একদম নিষিদ্ধ। বিগত সরকার পতনের পর নানা কারণে এসব বিষয়ে কঠোরভাবে তদারকি সম্ভব হয়ে উঠছে না। এছাড়া বর্তমানে কয়লা আমদানি নিয়ে জটিলতা রয়েছে। সাময়িক সময়ের জন্য সমস্যা মেনে নেওয়া যায়। কিন্তু স্থায়ীভাবেতো কাঠ পোড়ানো হলে বন উজার হয়ে যাবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে কয়লা আমদানির জটিলতা দূর করতে উদ্যোগ নিতে হবে। পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের নিয়মিত তদারকির ওপর জোর দেওয়া উচিত।

Please Share This Post in Your Social Media

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা