মো: আসাদুজ্জামান
বরগুনা বামনা উপজেলার ঐতিহ্যবাহি বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয়েছে।
গতকাল ১৮/০১/২০২৫ শনিবার বেলা ১০ ঘটিকায় বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল বিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা সজ্জিত ৪ টি হাউজ, শহীদ আবু সাঈদ স্মৃতি হাউজ,শেরে বাংলা এ,কে ফজলুল হক স্মৃতি হাউজ,
শহীদ মীর মুগ্ধ স্মৃতি হাউজ, একটা হৃদয়ে ফিলস্তিন হাউজ। হাউজে রকমারি পিঠা পুলি,ফল মিষ্টি ও সু শোভিত খাবারের সমাহার ছিল যা অতিথি আপ্যায়নে ভূমিকা রেখেছে।
জাতীয় সংগীত, মশাল প্রদক্ষিণ, স্কাউটিং মাঠ পার্স,শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এবং বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী তাজকিয়া মম’র নেতৃত্বে উদ্বোধনি নৃত্য দিয়ে ক্রিড়া প্রতিযোগিতা শুরু হয়েছিল
বেলা ২.৩০ ঘটিকা পর্যন্ত শিক্ষার্থীদের ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলেও বিকেল ৪টা থেকে রাত ১১ঘটিকা পর্যন্ত চলছিল বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: আসাদুজ্জামান স্যার এবং সুশীল স্যারের যৌথ সঞ্চালনায় এ অনুষ্ঠানটি আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছিল।
অনুষ্ঠানে আসাদুজ্জামান স্যারের রচনা ও পরিচালনায় বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত নাটক মুক্তি শিক্ষার্থীদের মাধ্যমে চমৎকার ভাবে উপস্থাপিত হয়েছিল।
এছাড়া ও আসাদুজ্জামান স্যারের লেখা বিদ্যালয়ের উন্নয়ন এবং যৌতুক বিরোধী জারী গান দর্শক হৃদয়ে স্থান করে নিয়েছিল।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন চ্যাটার্জির সু ব্যাবস্থাপনায় বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড ও তুলে ধরেছেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আসাদুজ্জামান স্যার।
হাজার হাজার দর্শকের সমাগমে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ নিকহাত আরা, অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন-বামনা উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা,বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনায়েত কবির হাওলাদার, সাব রেজিস্ট্রার মো:মঞ্জুরুল ইসলাম মোল্লা, বামনা সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক মোস্তফা আজমল শাহিন এবং বামনা থানা অফিসার ইনচার্জ হারুন অর রশীদ,এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য জামাল হোসেন খান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামনা উপজেলা প্রেসক্লাব সভাপতি গোলাম কিবরিয়া, উপজেলা জাতীয়তাবাদী যুবদল এর যুগ্ম আহ্বায়ক মোঃ রায়হান নাজির ধলু, বুকাবুনিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ মনিরুল ইসলাম শোয়েব,ইউনিয়ন বি,এন,পির সদস্য সচিব মো: আফজাল হোসেন মোল্লা,ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম,
কলেজ ছাত্রদল আহবায় মোঃ সুজন মিয়া, বুকাবুনিয়া ইউনিয়ন ছাত্রদল আহ্বায়ক মোঃযুবায়ের আদনান খোকন সহ বিভিন্ন পর্যায়ের জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্ববৃন্দ।
অনুষ্ঠান শেষে অতিথি ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।