রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিবাদ্যকে সামনে রেখে বাগেরহাটের রামপালে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হলো তারুণ্যের উৎসব-২০২৫।
বুধবার (১৬ জানুয়ারি) বিকেলে রামপাল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে দিনভর নানা অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সুকান্ত কুমার পাল, রামপাল সরকারি কলেজের অধ্যক্ষ সমীর কুমার বিশ্বাস, ইসলামী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক আঃ হান্নান মোল্যা, ইংরেজী বিভাগের প্রভাষক মোঃ সাইফুল আলম বকতিয়ার, ইস্রাফিল হোসেন, অর্চনা রাণী পাল, মোঃ রবিউল ইসলাম, শরীর চর্চা বিভাগের শিক্ষক আলহাজ্ব তাওহিদুল ইসলাম, শ্রীফলতলা স্কুলের সাবেক প্রধান শিক্ষক শেখ আঃ মান্নান সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ,উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মোঃ নাসির উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাগেরহাট জেলার যুগ্ম আহ্বায়ক খালিদ হাসান নোমান, জাতীয় নাগরিক কমিটির জেলা প্রতিনিধি মোহাম্মদ আবু হাসান ও মাজিদুল রহমান জুয়েল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোঃ সোলাইমান শেখ, তালুকদার হাসান, ফাত্তাইন নাঈম, ফকির তারেক, সাব্বির রহমান, আজাদ নকিব, রিয়াদ হোসাইন, শারমিন আক্তার শোভা, মিম বিল্লাহ, মোঃ তায়েব নূর, সিরাজুল ইসলাম, আরাফাত হোসেন সবুজ, তালিম হাসান, মল্লিক মোঃ জামান, শেখ মাছুম বিল্লাহ প্রমুখ।
এদিন ক্রিকেট, ফুটবল, ভলিবল, জুলাই অভ্যুত্থানের চিত্র প্রদর্শনী, যুব সমাবেশ, বিতর্ক প্রতিযোগিতা, বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ সহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, বিভিন্ন বেরকারী সংস্থা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্টল প্রদর্শন করেন।