বাগেরহাটের ফকিরহাট উপজেলার নারকেল চাষীদের স্মার্ট প্রযুক্তির মাধ্যমে নারকেল সংগ্রহ প্রশিক্ষণ ও কোকনাট ক্লাইম্বার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দিনব্যাপী প্রশিক্ষণের পর বিকাল ৪টায় কৃষকদের কোকনাট ক্লাইম্বার প্রদান করা হয়।
কৃষি অফিস জানায়, খুলনা কৃষি অঞ্চলে জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় যান্ত্রিক পদ্ধতিতে নারকেল সংগ্রহ, পরিচর্যার জন্য দ্রæত ও নিরাপদে নারকেল গাছে আরোহনে কৃষকদের প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে উত্তীর্ণ ১৪ জন কৃষককে এসময় কোকনাট ক্লাইম্বার বিতরণ করে কৃষি বিভাগ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংশ্লিষ্ট প্রকল্পের পরিচালক কৃষিবিদ শেখ ফজলুল হক মনি, প্রকল্পের মনিটরিং অফিসার কৃষিবিদ ধীমান মজুমদার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা নুসরত জাহান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নয়ন কুমার সেন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহীনুল ইসলাম প্রমূখ।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন বলেন, “প্রকল্পের আওতায় খুলনা কৃষি অঞ্চলে ৮০০, বাগেরহাট জেলায় ২০০ কোকনাট ক্লাইম্বার প্রদান করা হবে। এর আওতায় ফকিরহাটে আজ ১৪টি ক্লাইম্বার প্রদান করে গাছিদের (কৃষক) তা ব্যবহারের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এতে কৃষকেরা লাভবান হবেন।”