চরফ্যাশন(ভোলা) প্রতিনিধি।
ভোলার চরফ্যাশনে সাংবাদিক পরিবারসহ অপর একটি পরিবারকে পৈত্রিক ওয়ারিশ সম্পত্তি থেকে উৎখাতের ষড়যন্ত্রে তাদের বিরুদ্ধে একেরপর এক মামলা দিয়ে হয়রানির অভিযোগ করা হয়েছে। ৩জানুয়ারী খন্দকার হোসাইন আহমেদ বাদী হয়ে ভোলা জেলা পুলিশ সুপারের কাছে এমন একটি লিখিত এজাহার দিয়েছেন। পুলিশ সুপার অভিযোগের বিষয়ে জরুরী আইনগত ব্যবস্থা নিতে চরফ্যাশন থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। এজাহারে আলী আহাম্মদ পাটোয়ারী এবং খন্দকার মোস্তাক আহম্মদসহ ৫জনকে বিবাদী করা হয়েছে।
এজাহারে প্রকাশ এবং বাদীর ভাষ্যমতে, বিবাদীরা বাদীকে এবং তার ছোট ভাই সাংবাদিক জাফর আহমেদ নোমানকে পিতার ওয়ারিশি সম্পত্তি থেকে উৎখাতের ষড়যন্ত্রে তাদের বিরুদ্ধে একেরপর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। সম্প্রতি তাদের পুকুরের মাছ,গাছের নারিকেল ও সুপারি , ক্ষেতের ধান লুট করে নিয়ে গেছে। আওয়ামীলীগের সময়ে ক্ষমতার প্রভাব দেখিয়ে বিবাদীরা বাদীর বৃদ্ধ পিতা এবং পরিবারের সদস্যদের নামে থানায় এবং আদালতে ১১টি মামলা দিয়েছে। ১২অক্টোবর বিএনপির নাম ভাঙ্গিয়ে ভাড়া করা মাস্তান দিয়ে বাদীর এবং বাদীর ছোট ভাই নোমানের পরিবারকে মারধর করে ঘর থেকে প্রায় ১লক্ষ টাকার মালামাল লুট করে নেয়। যাওয়ার সময় তারা বিশুদ্ধ পানি পানের টিউবওয়েলটিও পিটিয়ে ভেঙ্গে ফেলেছে। এবিষয়ে চরফ্যাশন থানায় সাধারণ ডায়রী করা হয়েছে।
অভিযুক্তদের মোবাইল ফোন বন্ধ পাওয়ায় অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য জানা যায়নি।
চরফ্যাশন থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, অভিযোগের তদন্ত চলমান আছে। তদন্ত শেষে এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে