1. admin@upokulbarta24.com : admin : Sohel Mahamud
  2. bangladesh@upokulbarta.news : যুগ্ম সম্পাদক : যুগ্ম সম্পাদক
  3. bholasadar@upokulbarta.news : বার্তা সম্পাদক : বার্তা সম্পাদক
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সরকারি কলেজের টেন্ডার ছাড়াই পুকুরের মাছ ধরে নিলেন স্থানীয় এক বিএনপি নেতা সাতক্ষীরায় ২৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার দুই পূবালী ব্যাংক কুঞ্জেরহাট উপশাখায় ইসলামী ব্যাংকিং কর্ণার উদ্বোধন মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের মনোনয়ন ফরম বিক্রি শুরু ভোলার শিবপুরে নদী ভাঙ্গন রোধ ও শহর বাঁধ রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে বরিশালে অধিকাংশ ইটভাটায় অবাধে পোড়ানো হচ্ছে গাছের গুঁড়ি-কাঠ। মনপুরায় চুরির মাল ভাগাভাগিকে কেন্দ্র করে বিএনপি’র দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১৫ মনপুরায় মোকাদ্দেছা-কাশেম ফাউন্ডেশন কর্তৃক মেধাবৃত্তি প্রদান চরফ্যাশন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন পালিত পরিবেশবান্ধব ‘ঠোঙা’র চাহিদা কমেছে, নিষিদ্ধ পলিথিনের অবাধ ব্যবহারে

বাউফলে শিক্ষকের পদত্যাগে বাধ্য করতে প্রধান শিক্ষিকাকে শারিরিক ভাবে লাঞ্ছিত

বাউফল প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১ জানুয়ারি, ২০২৫
  • ১২৭ বার পঠিত

সাইফুল ইসলাম, বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে প্রধান শিক্ষকের পদ থেকে পদত্যাগে বাধ্য করতে এক প্রধান শিক্ষিকাকে শারিরিক ভাবে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। ওই শিক্ষিকার নাম মোসা. পারভীন বেগম (৫৪)। তিনি উপজেলার বাজেমহল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মঙ্গলবার রাতে প্রধান শিক্ষক আহত অবস্থায় বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে ওই বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কক্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিদ্যালয়ের তিন সহকারী শিক্ষক সহ চারজনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী প্রধান শিক্ষিকা। প্রায় চার মাসে আগেও তাকে মারধর করে বিদ্যালয় থেকে বের করে দেয় একই অভিযুক্তরা।
থানায় অভিযোগ, বিদ্যালয় সূত্র ও ভুক্তভোগী থেকে জানাযায়, শেখ হাসিনার সরকার পতনের পর থেকে বিদ্যালয়ের সহকারী শিক্ষক সংকর দাস, মুশফিকা জাহান নুপুর সহ একটি চক্র আমাকে প্রধান শিক্ষকের পদ থেকে পদত্যাগ করার জন্য চাপ সৃষ্টি করে। আমি পদত্যাগ না করায় তারা আমার ওপর ক্ষিপ্ত হয়ে আমাকে এবং আমার পরিবারের সদস্যদের প্রাণ নাশের হুমকি দেয়। গত ১৯ আগস্ট শিব সংকর, মুশফিকা জাহান সহ অজ্ঞাত ১৫/২০ জন দুষ্কৃতকারী আমার অফিস কক্ষে ঢুকে আমাকে পদত্যাগ করতে বলপ্রয়োগ করে। আমাকে শারিরিক ও মানসিক ভাবে নির্যাতন করে। পরে তারা জোর করে একাধিক সাদা কাগজে স্বাক্ষর নিয়ে আমার অফিস কক্ষ তালা দিয়ে দেয়। এ ঘটনার পর থেকে আমাকে শিক্ষক হাজিরা খাতায় স্বাক্ষর করতে দেয় না। বিদ্যালয়ে যেতেও বাধা দেয়। গতকাল (৩১শে ডিসেম্বর) আমি বিদ্যালয়ে গেলে সহকারী শিক্ষ শিব সংকর, মুশফিকা জাহান, ফিরোজ আলম ও নৈশ প্রহরী শাহজাহান আমার ওপর এলোপাথাড়ি মারধর শুরু করেন। খবর পেয়ে আমার মেয়ে ও স্বামী এসে আমাকে রক্ষা করে। এ সময় অভিযুক্তরা প্রধান শিক্ষকের কক্ষের আলমারী থেকে যাবতীয় কাগজপত্র ছিনিয়ে নেয় বলেও অভিযোগে বলা হয়। প্রধান শিক্ষিকা পারভীন বেগম বলেন,আমাকে পদত্যাগ করতে চাপ সৃষ্টি করে। পদত্যাগ না করায় তারা আমাকে বার বার শারিরিক ও মানসিক নির্যাতন করেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সহকারী শিক্ষক শিব সংকর বলেন, সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট । আমরা তাকে মারধর করিনি। তিনি (প্রধান শিক্ষক) হয়রানি করার জন্য আমাদেন বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন। এবিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা