জেলা প্রতিনিধি বাগেরহাট
বাগেরহাটের মোল্লাহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের স্মরণে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা,পুরষ্কার বিতরণী, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকাল ৩ টায় উপজেলার চরকুলিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কুলিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ মনিরুজ্জামান। উপজেলা জামাতের সাবেক সেক্রেটারি আবুল কালাম আজাদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির হাসমত আলী সরদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ হেদায়েতউল্লাহ, উপজেলা জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি মো:পারভেজ মিয়া, এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠ পোষক মোহাম্মদ দ্বীন ইসলাম সিকদার, কুলিয়া ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আবুজার আল মেহেদী।
কোরআন প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাহফুজুর রহমান, জাহিদুর রহমান মুফতি মাওলানা মুজাহিদুর রহমান আজহারী ও হাফেজ আব্দুস সবুর।
উক্ত অনুষ্ঠানে উপজেলা জামাতের সেক্রেটারি হাফেজ হেদায়েতুল্লাহ বলেন, “বৈষম্যমুক্ত সমাজ বিনির মানে কোরআনের কোন বিকল্প নেই, তাই আসুন বৈষম্যমুক্ত সমাজ বিনির্মাণে কোরআনের ছায়াতলে সমবেত হই” এই ধরনের আয়োজন উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে চালু করার প্রতিশ্রুতি দেন তিনি।