চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা \
জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্বরণে স্বরণ সভা করেছে চরফ্যাশন উপজেলা প্রশাসন। গতকাল বুধবার উপজেলা পরিষদ সভা কক্ষে জুলাই আগষ্টে ছাত্র জনতার আন্দোলনে আহত ও শহীদ পরিবারের স্বজনদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। নবযোগদানকারী চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথির সভাপতিত্বে স্বরণ সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার মোহাম্মদ আবুল হাছনাত, সহকারি পুলিশ সুপার মেহেদী হাসান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শোভন কুমার বসাক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, সাবেক পৌর মেয়র আমিরুল ইসলাম মিন্টিজ,জামায়াতে ইসলামী ভোলা জেলার সেক্রেটারি মাওলানা মোঃ হরুন অর রশিদ, ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি মো:আলাউদ্দিন তালুকদার, বিএনপি নেতা মমিনুল ইসলাম ভুট্রো, জুলাই আগষ্ট গণঅভ্যুত্থানে হাত হারানো নুর হোসেন, ছাত্র সমন্বয়কদের পক্ষে তামিম রহমান রহমান, বিএনপি নেতা কওসার আহমেদ ও গণঅধিকারের নেতা এইচ টি মাসুদ চৌধুরী প্রমুখ।
উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশ্রাফুর রহমান দিপু ফরাজী, প্রেসক্লাব সম্পাদক শহিদুল ইসলাম দুলাল, জামায়াতে ইসলামী ভোলা জেলার সাবেক আমীর ও বরিশাল অঞ্চল টিমের সদস্য অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল,চরফ্যাশন উপজেলা জামায়তের আমীর অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসাইনসহ বিভিন্ন পত্রিকার স্থানীয় সংবাদকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
বক্তারা আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত এবং আহতদের দ্রæত সুস্থ্যতা কামনা করে দেশের জন্য তাদের আত্মত্যাগের কথা স্বীকার করে ভবিষ্যতে এসব পরিবারের পাশে থাকার জন্য প্রশাসনসহ সকলের প্রতি দাবী জানান