নিজস্ব সংবাদদাতা: নারাণগঞ্জের ফতুল্লায় ছাত্রদলের নাম ব্যাবহার করে চাদাবাজির অভিযোগে সাজ্জাদ আলম নিলয় নামের যুবককে গ্রেফতারের পর বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। পিতা-পুত্রের বিরুদ্ধে ফুসে উঠেছে পুরো মাহমুদপুর এলাকার বিভিন্ন পেশার মানুষ। সে শুধু চাদাবাজিই নয় বৈশম্যবিরোধী আন্দোলনে নিহত ও আহতদের মামলায় আসামী করে বানিজ্য করেছে বলেও মুখ খুলেছে অনেকে। পাশাপাশি দারুস সুন্নাহ মসজিদ ও মাদ্রাসার কমিটি ভেঙ্গে দিয়ে পিতা-পুত্রের দখলে নেয়ারও হুমকি দিয়েছে বর্তমান কমিটিকে। এসব অপকর্ম করে বিলাশ বহুল করেছে এবং নতুন আরও বাড়ির কাজ চলমান রয়েছে বলেও জানায় স্থানীয়রা।
এলাকাবাসী জানায়, দারুস সুন্নাহ মসজিদ ও মাদ্রাসা কমিটির নেতৃবৃন্দদেরকে বৈশম্যবিরোধী মামলায় জড়িয়ে মোটা আদায় এবং কমিটি নিজেদের দখলে নেয়ার জন্য নোংরা খেলায় মেতে উঠেছে। শুধু তাই নয় অনেককে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। তাদের পিতা পুত্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যাবস্থার দাবী জানান তারা।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে ফতুল্লা থানাধীন মামুদপুর এলাকা থেকে নিলয়কে গ্রেফতার করে পুলিশ এবং তার বাবা জহিরুল আলম এলাকা ছেরেছে । তার চাদাবাজির দৃশ্য সিসি ক্যামেরায় ধরা পড়ে এবং সিসি টিভি ফুটেজের মাধ্যমে তাকে শনাক্ত করা হয়।