চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ
চরফফ্যাসনে ইয়াবা, গাজা, মটর সাইকেল, মোবাইল, নগদ টাকা সহ ২ বিক্রেতাকে আটক করেছে যৌথবাহিনী। ১৫ নভেম্বর গভীর রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের পর দিন ১৬ নভেম্বর বেলা ১১ টায় বাংলাদেশ নৌবাহিনী ক্যাম্প, রমাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, লালমোহনে আনা হয়। ক্যাম্প কমান্ডার প্রেস ব্রিফিং এসব তথ্য নিশ্চিত করেন।
ভোলা জেলা চরফ্যাশন উপজেলার শশীভূশন থানার এওয়াজপুর এলাকার ৪নং ওয়ার্ডে যৌথ বাহিনীর অভিযানে তাদেরকে আটক করা হয়।
ভোলা কন্টিনজেন্ট (লালমোহন ক্যাম্প)
নৌবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় যৌথ অভিযান পরিচালনায় লেঃ কমান্ডার এম ওমর ফারুক (সি), বিসিজিএম, বিএন (পি নং ২০৬৫) এর নেতৃত্বে ১৫ সদস্যের ১টি (০১+১৪) টহল দল ৩টি সিভিল মাইক্রোযোগে মাদক উদ্ধার অভিযানে ভোলা জেলার শশীভূশন থানার এওয়াজপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় শশীভূশন থানাধীন এওয়াজপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড হাজী মোহাম্মদ আলী মাঝির ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী লিটন মাঝি (৩৭) ও একই ওয়ার্ডের নুর ইসলাম মোল্লার ছেলে মোঃ সিদ্দিক মোল্লা (২৫) কে আটক করা হয়।
আটককৃতদের তথ্যের ভিত্তিতে তাদের ঘরের বিভিন্ন জায়গা থেকে ১৫৯৫ পিছ ইয়াবা, ১ কেজি গাঁজা, মোবাইল সেট ২টি, মোটর সাইকেল ১টি, নগদ ৪৫ হাজার ১শত টাকা উদ্ধার করা হয়।
তাদেরকে শশীভূষণ থানায় হস্তান্তর করা হয়েছে। তবে আটককৃতদের নামে শশীভূশন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।