স্টাফ রিপোর্টারঃ
অপরাধের অভয়ারন্য হিসেবে পরিচিত সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইলের আইলপাড়া এলাকার ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকারের দোসররা বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহতের ঘটনায় বিভিন্ন হত্যা মামলায় আসামী হলেও প্রকাশ্যে ঘোরাফেরা করছে কিন্তু দেখার কেউ নেই, বলার কেউ নেই। পুলিশ প্রশাসন নিরব ভূমিকা থাকায় আসামীরা পূর্বের ন্যায় সন্ত্রাসী কার্যকলাপ, ভূমিদস্যুতা ও মাদক ব্যবসা দেদারছে চালিয়ে যাচ্ছে। যার ফলে এলাকায় সচেতন মহল ক্ষোভে ফুসে উঠছে।
এলাকাবাসী জানায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ড গোদনাইলের পাঠানটুলী আইলপাড়া এলাকায় চিহ্নিত ভূমিদস্যু ও মাদকের সম্রাট যুবলীগের নেতা পরিচয়দানকারী শাহজাহান ওরফে কৃষ্ণা, শহীদুল্লাহ ওরফে কালা মানিক, পাকনা রহমত উল্লাহ, চোকলা সাইদুল, হিমেল, নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের রাজিব, সজিব ও কৃষক লীগের নেতা হিয়াইল্যা ইয়াছিন এবং লুচ্চা কেরাম বাবুল অসামাজিক কার্যকলাপের আখড়া গড়ে তুলেছিল। আওয়ামী লীগের রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ে এমন কোন অপরাধ নেই যা তারা করেনি। এলাকার মসজিদ, সমাজকল্যাণ পরিষদ সহ শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু দখলে নিয়ে রামরাজত্ব চালিয়েছে। হুমকী-ধামকী, চাঁদাবাজি, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি এবং নারী কেলেংকারির ঘটনা অহরহ ঘটিয়েছে। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিবাদী স্বৈরাচার সরকারের পতনের পর পর বেশ কয়েকটি হত্যা মামলা দায়ের হয়। মামলাগুলিতে মাথামোটা শাহজাহান, শহীদুল্লাহ, চোকলা সাইদুল, হিমেল, রহমত উল্লাহ, পাতি নেতা রাজিব, সজিব ও ছেচরা হিয়াইল্যা ইয়াছিন আসামী হলেও বীরদর্পে প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং বিভিন্ন অপকর্ম করেই যাচ্ছে আবার যাকে তাকে জীবননাশের হুমকীও দিচ্ছে। তবে এলাকার কিছু অসাধু বিএনপি নামধারী নেতা অপরাধীদের আশির্বাদপুষ্ট হওয়ায় রাতবিরাত গোপন বৈঠকের মাধ্যমে এবং আর্থিক লেনদেনের বিনিময়ে পার পেয়ে যাচ্ছে দুর্ধর্ষ ঐসব অপরাধীরা। এদিকে জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয় কোন অপরাধীই পার পাবে না। আইনের আওতায় আসতেই হবে। ধরপাকড় চলছে। অভিযান অব্যাহত রয়েছে।