1. admin@upokulbarta24.com : admin : Sohel Mahamud
  2. bangladesh@upokulbarta.news : যুগ্ম সম্পাদক : যুগ্ম সম্পাদক
  3. bholasadar@upokulbarta.news : বার্তা সম্পাদক : বার্তা সম্পাদক
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্র জনতার আন্দোলনে নিহত ও আহতদের স্বরণে চরফ্যাশনে স্বরণ সভা কক্সবাজারে নিষিদ্ধ স্কিনক্রিম বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ৫০,০০০৳ জরিমানা সাতক্ষীরার কলারোয়ায় শিশু শ্রম ও শিশু অধিকার বিষয়ক সিসিডিবি’র কর্মশালা সাতক্ষীরায় শিক্ষার গুণগত মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় শোক বিজ্ঞপ্তি : জান্নাতুল বাকীতে ডা. রাশেদার দাফন সম্পন্ন জমির মালাকানার দাবিতে আশ্রয়নের ঘরগুলো ভেঙ্গে নিয়েছে প্রভাবশালী মহল আশ্রয়হীন ২০ পরিবার সাতক্ষীরার শ্যামনগরে পরিত্যক্ত পিস্তল উদ্ধার বাগমারায় চাঁদাবাজ ও জমি-পুকুর দখল নিয়ে সংবাদ সম্মেলন ফকিরহাটে ৫ হাজার ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরকারি বীজ বিতরণ কুইন আইল্যান্ড নামে খ্যাত ভোলার ২০০ বছরের ঐতিহ্য মহিষের দই

আরসিসিআই’র আয়োজনে সচেনতামূলক সেমিনার অনুষ্ঠিত

যুগ্ম সম্পাদক
  • আপডেট সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ০ বার পঠিত

রাজশাহী প্রতিনিধি :

রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়ো জনে রাজশাহীতে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করার লক্ষ্যে মালিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সাড়ে ১০ টায় রাজশাহী চেম্বার অব কর্মাস(আরসিসিআই) মিলনায়তন প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ব্যবসা-বাণিজ্য করার লক্ষ্যকে সামনে রেখে বিভন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধিদের সাথে এই সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী বিভাগীয় কমিশনার বলেন, দেশের অর্থনীতির প্রাণ ব্যবসায়ী। দেশের অর্থনীতিতে তারাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন উদ্যোক্তাদের বিভিন্ন পণ্য বাজারজাতকরণে সার্বিক সহযোগিতা করতে ব্যবসায়ী সংগঠনকে এক হয়ে কাজ করার আহবান জানান তিনি।

তিনি আরও বলেন, সরকারের নির্দেশনা মোতাবেক শিল্প কারখানায় শিশু শ্রম বন্ধ করতে হবে। প্লাস্টিক ব্যবহার বন্ধে সকলকে নিরুৎসাহিত করতে হবে। একই সাথে পাটজাত সামগ্রী ব্যবহারের প্রতি আগ্রহ সৃষ্টি করতে হবে। শব্দদূষণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। নামজারি, ট্রেড লাইসেন্স, ভূমি ছাড়পত্রসহ সকল কার্যক্রমে নাগরিক সেবার বিষয়টি অগ্রাধিকার রাখতে হবে। ফুড সেইফটির বিষয়ে তিনি বলেন, স্বাস্থ্য ব্যবস্থা অনুসরণ করে ব্যবসা পরিচালনা করতে হবে। স্ট্রিট ফুড ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মানতে তাদের নির্দেশনা প্রদান করেন তিনি। নগরীর জলাবদ্ধতা দুরীকরণে ইতোমধ্যে বায়া খাল পুনঃ উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। আগামীতে দুয়ারী খাল সহ অন্যান্য খাল উদ্ধার করে নগরীর ড্রেনেজ ব্যবস্থা সচল রাখার মধ্যে দিয়ে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে গুরুত্বপুর্ণ ভূমিকা রাখবে। রাজশাহীতে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করার লক্ষ্যে মালিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে সচেতনতামূলক সেমিনার আয়োজকদের ধন্যবাদ জানান তিনি।

রাজশাহী চেম্বার অব কর্মাসের সভাপতি মাসুদুর রহমান রিংকুর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথিদের মধ্য উপস্থিত ছিলেন সহকারি পরিচালক পরিবেশ অধিদপ্তর মো: কবির হোসেন, উপ-পরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মো: নইমুল আহছান ভূঁইয়া, উপ-পরিচালক কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর মো: জাহাঙ্গীর আলম, উপ-প্রধান বয়লার পরিদর্শক প্রকৌ: মো: নজরুল ইসলামসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং সঞ্চালনায় ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি সুলতান মাহমুদ।

Please Share This Post in Your Social Media

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা