মো:আসাদুজ্জামান (মঠবাড়িয়া,পিরোজপুর):
পিরোজপুরের মঠবাড়িয়ায় দীর্ঘদিন যাবৎ স্বাস্থ্যসেবায় অনিয়ম ও দালাল দৌরাত্ম্যের বিনাশ সাধনে পূর্বের ন্যায় তৎপর ছিলেন উপজেলা প্রশাসন। আওয়ামী সরকারের শাসনামলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি দালালদের আড্ডাখানায় ভরপুর থাকলেও ৫ আগস্টের পরে দেখা যায় ভিন্ন চিত্র। উপজেলা প্রশাসনের একান্ত সফল প্রচেষ্টার উদ্যোগ হিসেবে নেয়া হয় দালাল নির্মুল তথা স্বাস্থ্য সেবা প্রদানের নতুন মাত্রা। তার ই ধারাবাহিকতায়
আজ ২/১১/২০২৪ তারিখ মঠবাড়ীয়া উপজেলা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মঠবাড়ীয়ার উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় সরকারি হাসপাতালে আগত রোগীদের প্ররোচিত করে প্রাইভেট ক্লিনিকে নেওয়ার মাধ্যমে গণউপদ্রব অব্যাহত রাখায় দু’জন দালালকে দণ্ডবিধি, ১৮৬০ অনুযায়ী ২০,০০০/(বিশ হাজার) টাকা জরিমানা করা হয়।