ফকিরহাট উপজেলা প্রশাসনের সাথে বাগেরহাট জেলা প্রশাসকের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামাল হোসেন সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগেরহাটের নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ কামরুল হাসান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সেখ জাহিদুর রহমান, ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম, সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যেতিকনা দাশ, স্বাস্থ্য ও পরিবরার পরিকল্পনা কর্মকর্তা আবু সাদাত মো. মফিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীিদুর রহমান, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, সমাজ সেবা কর্মকর্তা অতীশ সরদার সহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান এবং উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় চলমান রাজনৈতিক পরিস্থিতি, উপজেলা বিভিন্ন দপ্তরের কার্যক্রম, সীমাবদ্ধতা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। #