সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার রসুলপুরে নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে শফিকুল ইসলাম নামের একজন রাজমিস্ত্রির যোগাড়ে মারা গেছেন। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
শফিকুল ইসলাম (৩৫) সাতক্ষীরা সদর উপজেলার মোনতেজ কারিগরের ছেলে।
সাতক্ষীরা সদর থানার এসআই মেহেদী হাসান জানান, শফিকুল ইসলাম রসুলপুরের মিন্টু রহমানের নির্মাণাধীন তিনতলায় রাজমিস্ত্রির যোগাড়ে হিসেবে কাজ করছিলেন। এসময় অসাবধানতাবশত মেইন লাইনের তারে হাত লেগে বিদ্যুস্পৃষ্ট হন তিনি। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সদর থানার ওসি রফিকুল ইসলাম জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে দেওয়া হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।