চরফ্যাশন প্রতিনিধি\
ভোলার চরফ্যাশন উপজেলার জিন্নাগড় ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আওয়ামীলীগ সভাপতি আবু জাহের কে অপসারণের দাবিতে মানববন্ধন ও ঝাড়– মিছিল করেছে ইউপি সদস্যসহ এলাকাবাসী। ঝাড়– মিছিলটি ইউনিযন পরিষদ চত্বর থেকে বের হয়ে চরফ্যাশন বাজারের গুরুত্বপূর্ণ সডক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয। বিক্ষোভ মিছিলে নারী,পুরুষসহ, শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। মঙ্গরবার সকালে ১০ টায় চরফ্যাশন পৌর শহরে ও উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, সৈরাচার খুনি হাসিনার দোসর জিন্নাগড়ের শীর্ষ ভূমিদস্যু, ৫নং ওয়ার্ড ইউপি সদস্য আওয়ামিলীগ সভাপতি আবুজাহের ফরাজি ও তার পরিবারের লোকজন। যাদের অত্যাচারে শত শত বিএনপি পন্থী ও সাধারণ মানুষ অতিষ্ঠ। চরফ্যাশন উপজেলার জিন্নাগড় ইউনিয়নের কুখ্যাত মাদক সম্রাট সুমন ফরাজী ওরফে( বাবা সুমন) এই জাহের ফরাজির ছেলে। ইউপি সদস্য থাকা অবস্তায় তিনি সর্বদাই গরিব মেহনতী মানুষের অধিকার বঞ্চিত করেন এবং বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা দেযার ক্ষেত্রে স্বজনপ্রীতি করেন। উন্নযনমূলক কাজে দূর্নীতি, ভূমি দস্যুতা এবং বিরোধী দলের নেতাকর্মীদের উপর দমন পীডন করে আসছেন
উপজেলা বিএনপির একজন শীর্ষ নেতার পৃষ্ঠপোষকতায টাকার বিনিময প্যানেল চেযারম্যানের দাযত্বি দেযার মাধ্যমে সাধারণ মানুষকে নির্যাতনের যে সুযোগ তৈরি করে দিযেেছন তার দায তোকেই নিতে হবে । সে ভুলে গেলে চরবেনা দীর্ঘ ১৮ বছর আওয়ামিলীগ এর সাথে আঁতাত করে সে তার ব্যবসাবাণিজ্য চালিয়েছ। দলের দুঃসময সে রাজপথে ছিলেন না। জনগণের এই স্বাধীন দেশে এসব চলতে দেযা যায না।
স্বৈরাচারের এই দোসরকে অপসারণ এর মাধ্যমে জনগণের জান মালের নিরাপত্তার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি।