বাগেরহাটের ফকিরহাটে আরাফাত রহমান কোকো ৮ দলীয় স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় শুভদিয়া ইউনিয়নের তেকাঠিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এসএম মুজিবুর রহমান টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন।
আরাফাত রহমান কোকো ৮ দলীয় স্মৃতি ফুটবল টুর্নামেন্টের যৌথ আয়োজক হলো, শুভদিয়া ইউনিয়ন বিএনপি ও ইউনিয়ন ছাত্রদল। আয়োজকদের পক্ষ থেকে শুভদিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক ফিরোজ হোসেন ফকির জানান, আটটি ওয়ার্ডের ৮টি দল নক আউট পর্ব, সেমি ফাইনাল ও ফাইনাল খেলায় অংশ নিবেন। মোট ৬ দিন ব্যপি খেলা অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সিনিয়র আহবায়ক কামরুল ইসলাম গোরা, বিশেষ অতিথি ছিলেন শুভদিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক ফিরোজ হোসেন ফকির, যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল, এমএ আউয়াল, স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক খান সিরাজুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, যুবদল নেতা শেখ নওশের আলী, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি খান সহিদুল ইসলাম প্রমূখ।
আরাফাত রহমান কোকো ৮ দলীয় স্মৃতি ফুটবল টুর্নামেন্টের খেলা পরিচালনা পরিচালনার দায়িত্বে আছেন জামাল হোসেন মুক্ত, রিফাত, রফিকুল ইসলাম, অজিত, জয়ন্ত ও রিপন।