বাগেরহাটের ফকিরহাট উপজেলা বিএনপি নেতা শেখ ইফতেখার আহমেদ পলাশের উদ্যোগে বন্যার্তদের সহায়তার জন্য ইউএনও ফান্ডে ১ লাখ ২৫ হাজার ৭৮৫ নগদ টাকা প্রদান করা হয়েছে। রোববার (০১ সেপ্টেম্বর) বিকাল ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেনের নিকট এে টাকা প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলার জিয়া পরিষদের সভাপতি মোবাশ্বের হোসেন, ফকিরহাট উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ দেলোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক মোল্লা রাজু আহমেদ, যুবদলের নেতা শেখ শরিফুল ইসলাম, ফকিরহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী মঈনউদ্দিন মেরু, ফকিরহাট উপজেলা ছাত্রদলের আহবায়ক রবি ফকির, সদস্য সচিব সাবিতুল ইসলাম, যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান পলাশ,ি মরাজুল ইসলাম, সবুজ হাসান, ছাত্রদল নেতা আশিক, আল আমিন, আবু হুরাইরা, হুসাইন, ছাব্বির, রাজু, তারিকুল প্রমূখ।
এ বিষয়ে ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামাল হোসেন জানান, বানভাসী মানুষের জন্য দেওয়া এ অর্থ বাগেরহাট জেলা প্রশাসক স্যারের মাধ্যমে বন্যার্তদের কাছে পৌঁছে দেওয়া হবে। #