বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাটের ফকিরহাট সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড শাখার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ওই ওয়ার্ডের একটি মসজিদে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফকিরহাট উপজেলা শাখার রাজনৈতিক সেক্রেটারি ও সহকারী অধ্যাপক মাওলানা মোঃ মোফাজ্জেল হায়দার।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফকিরহাট উপজেলা শাখার সাবেক আমীর ও ফকিরহাট কারামতিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ইউনুছ আলী, বিশিষ্ট সমাজ সেবক জামায়াত নেতা হাফেজ মোঃ আব্দুস সামাদ, মাওলানা এম আব্দুল্লাহ, মোঃ জাহাঙ্গীর হোসেন সহ ফকিরহাট সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীবৃন্দ।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির আমীরের নির্দেশে আমরা ফকিরহাটে শান্তি শৃঙ্খলা উন্নয়নে কাজ করছি। কেউ যদি শান্তি বিঘ্নিত করে তাহলে তা আমরা প্রতিহত করবো। বাংলাদেশ জামায়াতে ইসলামী ফকিরহাট শাখা সবসময় নির্যাতিত ও দুর্বল মানুষের পাশে আছে।