কুমিল্লার বুড়িচংয়ের ষোলনল ইউনিয়নের বুড়বুড়িয়ায় বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে গোমতী নদীর বাঁধ ভেঙ্গে লোকালয়ে উপছে পড়ছে পানি। প্রাণ বাঁচাতে লোকজন রাতের আঁধারে দিক ছুটাছুটি শুরু করেছেন। উপজেলা সদর, কন্ঠনগর, ইন্দ্রাবতী, মিথলাপুর, আড়াক, আনন্দপুর সহ বিস্তীর্ণ এলাকায় দেখা দিতে পারে চরম বিপর্যয়। শিশু, বৃদ্ধ, নারী প্রতিবন্ধীদের নিরাপদ স্থানে সরানো না গেলে ঘটতে পারে প্রাণহানী। বাঁধ ভাঙ্গা রাতে হওয়ায় গবাদী পশুর ব্যাপক প্রাণহানির সম্ভাবনা রয়েছে। ধ্বংস হতে পারে আমনের বীজতলা ও রোপা আমনের ক্ষেত। পুকুর ও মাছের ঘের তলিয়ে মৎস্য খাতেরও ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে। রান্নাঘর ডুবে নিত্য খাবারের চরম সংকট দেখা দিবে। ডাইরিয়া সহ চর্মরোগ দেখা দিতে পারে। প্রশাসন যত দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে তত তাড়াতাড়ি ক্ষতির হাত হতে রক্ষা পাবে পরিবারগুলো। জরুরী ভিত্তিতে রেসকিউ টিম দিয়ে আটকে পড়াদের আশ্রয়ের ব্যবস্থা করতে হবে। দ্রুত ব্যবস্থা করতে হবে দুবেলা খাবারের। প্রশাসনের সাথে সমাজের বিত্তবানদের বন্যার্ত পরিবারের পাশে দাড়ানোর সহায়তা চান উপজেলাবাসী।