কল্লোল বিশ্বাস রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ
বাগেরহাটের রামপালে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) আশা’র আয়োজনে কাঁকড়া চাষিদের এক দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।কাঁকড়া চাষের অর্থনৈতিক গুরুত্ব, সম্ভবনা, প্রচলিত ব্যাবস্থাপনা, কিশোর কাঁকড়া চাষ ও কাঁকড়া মোটাতাজা করণ বিষয়ে এ প্রশিক্ষন প্রদান করা হয়।
বুধবার (২৪ এপ্রিল) সকালে আশা রামপাল ব্রাঞ্চের আয়োজনে উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অসীম কুমার ঘোষ, মেরিন ফিশারিজ অফিসার মোঃ হেলাল উদ্দিন, সিনিয়র আ.এম মোংলা অঞ্চল এস এম রফিকুল ইসলাম, আশা’র পক্ষে উপস্থিত ছিলেন এস এম নাসরুল হুদা, মোঃ মাহমুদ হোসেন, নকীব আল আমিন প্রমুখ।