অতিথি আসলে বাড়িতে –
সাজবে না তুমি লাল শাড়ীতে,
পাগলের জালে বোয়াল –
সবাই দেখে কয়,
ঐ সব কথা শুনলে আমার –
মনে লাগে ভয়,,
দিনের বেলায় লাল লিপিস্টিক-
পড়তে আমার মানা,
পাড়ার ছেলে শিশ দেয় কেন-
আছে আমার জানা,
দীঘির জলে গোসল করলে –
ভীজা শাড়ির চাপে,
ফটোকপি হয় বারবার
হাঁটতে ধাপে ধাপে,
আমি একটু সোজা সরল-
তাই তো বলি ও রে,
রাত্রি বেলায় সাজবে আমার
মনের মতো করে,
খুব আদরে রাখবো তোমায়
বাম পাঁজরে লয়ে,
সারা জীবন থাকবে তুমি
নতুন বউ হয়ে।